দেওয়ানগঞ্জের পাথরেরচ পূর্বপাড়া এলাকা হতে ৮৩ বোতল ভারতীয় মদ ও দেশীয় অস্ত্র সহ সাত জনকে আটক করেছে জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)। গতকাল সোমবার (০৪ আগস্ট) দিবাগত রাত সোয়া তিনটার সময়।
ডিবি-২ এর অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার প্রেস রিলিজে জানান, অভিযানের দিন মাদক ব্যবসায়ীরা ওই এলাকায় মদ বিক্রির উদ্দেশ্যে জমায়েত হয়। গোপন তথ্যের ভিত্তিতে জানতে পেরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে এসআই (নি:) মণি সাধ্য, সঙ্গীয় এসআই, কনস্টেবল মোশারফ হোসেন, আলামিন সহ একটি টিম অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী পাঁচ জনের বাড়ি দেওয়ানগঞ্জে বাঘার চর, কুমারের চর, ও পাথরের চর গ্রামে। বাকি দুজন পাশ্ববর্তী কুড়িগ্রাম জেলার রৌমারী থানার নওদাপাড়া গ্রামের বাসিন্দা। আসামিরা হল মো. পলাশ মিয়া (৪২), জাহিদুল ইসলাম (৩৮), মো. মিষ্টার আলী (৪৫), মো. শাহজাহান (৪৫),আব্দুল আয়েল (৪২), মো. সবুজ মিয়া (৩০), রমজান আলী (২৪)। ৮৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে যার আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ ৮ হাজার ৫০০ টাকা। এছাড়াও তিনটি রামদা ও দুটি ছুরি পাওয়া গিয়েছে ।
আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আলামত সহ আদালতে প্রেরণ করা হয়েছে আজ মঙ্গলবার দুপুরে ।