দেওয়ানগঞ্জে অগ্নিকাণ্ডে ৪টি ঘর ভস্মীভূত; ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

 



মো. আজাদ হোসেন, দেওয়ানগঞ্জ (জামালপুর) থেকে:

দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের চেংটিমারি গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক পরিবারের ৪টি ঘর আসবাবপত্রসহ পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) বিকাল ৩টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা জানায়।

স্থানীয় সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডে ঘরে থাকা পাট, মূল্যবান আসবাবপত্র, গৃহস্থালি সামগ্রী, নগদ টাকা, একটি অটো গাড়ি এবং দুটি ছাগল পুড়ে যায়। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে চারটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। ক্ষতিগ্রস্তরা হলেন মোজাফফর আলী, তার ছেলে আমিনুল ইসলাম ও আনাম।

আগুনের সূত্রপাত সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। স্থানীয়রা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গেই এলাকাবাসী পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। 

এরপর রাজিবপুর ও বকশীগঞ্জ থেকে ফায়ার সার্ভিস আসলে । ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করার মাধ্যমে আগুন সম্পন্ন নিয়ন্ত্রণে আসে ।

 এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এক মুহূর্তেই সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করতে বাধ্য হয়েছে। তারা এখন মানবেতর জীবন-যাপন করছে ।

Previous Post Next Post