পিআর পদ্ধতিতে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা হবেনা - রুহুল কবির রিজভী




জাতির কণ্ঠ ডেস্ক:

মানুষ সুখে দুখে যাকে পাশে পাবে তাকেই ভোট দিবে । নেতা হিসেবে মানবে । কিন্তু পিআর পদ্ধতিতে মানুষ ভোট দিবে দলকে বা দলের প্রতীককে । নেতাকে নয় । মানুষ নেতা ভাববে একজনকে নেতা হবে আরেকজন ।  দেশের অধিকাংশ মানুষ পিআর পদ্ধতি সম্পর্কে জানেনা।  এদেশের মানুষ ব্যালটের মাধ্যমেই নির্বাচন চায়। কয়েকটি দল পিআর পদ্ধতিকে মামার বাড়ির আবদার মনে করে ‘পয়েন্ট অব নো রির্টান’ অবস্থানে আছে । এতে দেশের মঙ্গল হবে না । কারণ পিআর পদ্ধতিতে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না । বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী  আজ বুধবার  দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ উপজেলা বিএনপি সহ সকল  অঙ্গ ও সহযোগী  সংগঠনের কর্মী সমাবেশে কথাগুলো বলেন ।

তিনি আরো বলেন, চৌদ্দ বছর দলে ছিল না । এখন বের হয়ে হম্বিতম্বি দেখাচ্ছে । দলের নাম ভাঙ্গিয়ে কু-কর্ম করছে । এরকম অনেক বসন্তের কোকিলের আনাগোনা দেখা যাচ্ছে । কিন্তু নির্যাতনের শিকার পরিবারের বিএনপি কর্মীরা কোন কু-কর্ম করছে না । শেখ হাসিনা তার শাসনামলে গুম, খুন, নির্যাতন, নিপীড়নের মধ্য দিয়ে বহুদলীয় গণতন্ত্রকে কবরস্থানে পাঠিয়ে ক্ষমতার লোভে দানব হয়ে উঠেছিলো ।  ৫ই আগস্ট দেশের ছাত্র জনতা সেই দানবকে পতন করে ইন্ডিয়া পাঠিয়েছে । 

২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবেই।  হাসিনা দিল্লিতে বসে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।  ষড়যন্ত্র রুখে দিতে বিএনপির নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 

কর্মী সমাবেশটির সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি বক্তব্যকালে বলেন,  তারেক রহমানই হবেন আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী।  ত্রয়োদশ নির্বাচন অনেক কঠিন হবে বলে জয় লাভের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলেন। এবং নেতাকর্মীদের মানবতার সেবায় কাজ করার জন্য আহ্বান জানান।

সমাবেশে বিশেষ অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানী। বিএনপির অরাজনৈতিক সংগঠন  আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন প্রমুখ । 

কর্মী সমাবেশের শুরুতে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের  আয়োজনে জামালপুর জেলায় ২০২৪-এর গণঅভ্যুত্থানে  শহীদ  ও আহতদের ১৬ টি পরিবারের মাঝে চিকিৎসা সহায়তা ও অটো রিকশা প্রদান করেন।


Previous Post Next Post