নিজস্ব প্রতিবেদক:
‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫’ উদ্যাপনের শুভ উদ্বোধন হয়েছে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তন হলে ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শফিউল আলম । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাউর রহমান । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান , উপজেলা প্রকৌশলী মো. জয়নাল আবেদীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ খবিরুজ্জামান খান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রতন মিয়া, সরকারি আব্দুল খালেক মেমোরিয়াল কলেজের জ্যেষ্ঠ প্রভাষক আবু হানিফ, দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. শামছুল হুদা রতন প্রমুখ । অনুষ্ঠান সঞ্চালনা করেন অফিস সহকারী মো. সাদ্দাম হোসেন ।
অনুষ্ঠান শেষে উপজেলার শ্রেষ্ঠ তিনজন মৎস্য চাষীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং উপজেলা পরিষদের প্রাঙ্গণে পুকুরে 20 হাজার পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।