দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
দেওয়ানগঞ্জের তিলকপুর খানপাড়া এলাকায় সতেরো বছর বয়সী এক বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করেছে হুরমুজ আলী (৩৫) নামের এক যুবক। সে ওই এলাকার হায়দার আলির ছেলে । ঘটনাটি ঘটেছে আজ সোমবার (১৮ই আগস্ট) সকালে ।
ভুক্তভোগীর মায়ের ভাষ্য, সে (ধর্ষিতা) সকালে ঘাস কাটতে গেলে হুরমুজ তাকে বিয়ে বিয়ের প্রলোভন দেখায় । একপর্যায়ে মুখ চেপে ধরে কলাক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে । কিশোরী বাড়িতে এসে ধর্ষণের ঘটনার বর্ণনা দেয় । অতঃপর কিশোরিকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেেেক্স নিয়ে যেতে ধরলে পথিমধ্যে খরমা বাজারে পৌঁছালে স্থানীয় কয়েকজন নেতা হাসপাতালে যেতে দেয়নি । বিষয়টি সমাধান করে দিবেন বলেও প্রতিশ্রুতি দেয় । অবশেষে নেতাদের কথা কাজে মিল না পাওয়ায় দিন গড়িয়ে রাতে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান বলেন, ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।
উল্লেখ্য ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হুরমুজ আলী ও তার পরিবারের লোকজন সকলেই বাড়ি থেকে পলাতক ।