নিজস্ব প্রতিবেদক:
দেওয়ানগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফের কটাক্ষের শিকার হয়েছেন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন শ্যামলী খাতুন নামের এক নারী । গতকাল দুপুরে এসিল্যান্ড কার্যালয় চত্বরেই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে ।
সংবাদ সমে¥লনে সাংবাদিকদের উদ্দেশ্যে শ্যামলী খাতুন বলেন, তার স্বামী ওয়াহিদুল ইসলাম কাকন এসিল্যান্ড অফিসে অফিস কাম কম্পিউটার অপারেটর পদে চাকরি করেন । সে গোপনে আরেকটি বিয়ে করেছে । একাধিকবার শারীরিক নির্যাতন করে এখন দুই সন্তানসহ তার ভরণ পোষণ না দিয়ে পালিয়ে বেড়াচ্ছে। এসিল্যান্ড ওয়াহিদুলের ঊর্ধ্বতন কর্মকর্তা হওয়াই তাকে বিষয়গুলো জানাতে গেলে এসিল্যান্ডের কটাক্ষের শিকার হতে হয় । ওয়াহিদের পক্ষ নিয়ে এসিল্যান্ড খারাপ ব্যবহার করে। পিয়ন ডেকে অফিস থেকে বেড়ে করে দেয় । এবং নিজেও হুমকি দেয় দেওয়ানগঞ্জে প্রবেশ করতে দিবেনা বলে ।
শ্যামলী আরো বলেন, ওয়াহিদুল তিন দিনের অসুস্থতার ছুটি নিয়ে এক মাস ২২ দিন হাজত খেটেছে । হাজতে থেকে ডাক যোগে অসুস্থতার ছুটি নিয়েছে । এই বিষয়গুলো তাকে জানালে সে (এসিল্যান্ড) আরো পক্ষপাত আচরণ করে । একজন অফিসারের এমন আচরণে হতাশ হয়ে ন্যায় বিচার পাওয়ার আশায় সংবাদ সম্মেলনটি ডেকেছেন বলেও জানান ।