দেওয়ানগঞ্জে 'ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ' এর ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত



নিজস্ব প্রতিবেদক: 

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে দলটির দেওয়ানগঞ্জ উপজেলা শাখা। আজ বৃহস্পতিবার বাদ আছর দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসা মাঠে।  প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে  এক আলোচনা সভা ও ইসলামী নাশিদ সন্ধ্যা আয়োজন করেন দলের নেতারা  ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ  বাংলাদেশ দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সভাপতি আরিফ খান রাসেল। সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ তারিকুল ইসলামি।  

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আমিন রুহানি। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  দ্বীনি সংগঠন দেওয়ানগঞ্জ উপজেলা শাখার ছদর মাওলানা এনামুল হক এনাম, 

ইসলামী আন্দোলন বাংলাদেশ দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মো. গোলাম মোরশেদ, সেক্রেটারি এইচ.এম. ইলিয়াস উদ্দিন আজাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুবশাহ জিহাদী। দেওয়ানগঞ্জ পৌর শাখার আহ্বায়ক মাওলানা রাশেদ বানানি,  সদস্য সচিব সোহেল রানা লেবু। দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের  সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, 

বাহাদুরাবাদ ইউনিয়নের সভাপতি মো. জাকিউল হক, ডাং ধরা ইউনিয়নের সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক জামালী,  চিকাজানি ইউনিয়নের সভাপতি মাওলানা মাসউদুর রহমান,  চুকাইবাড়ী ইউনিয়ন শাখার আহ্বায়ক মো. সবুজ মিয়া, বকশীগঞ্জ উপজেলার শাখার সভাপতি মোঃ মেহেদী হাসান পলাশ,  সেক্রেটারি মাওলানা শাহজালাল।  জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন,  সাধারণ সম্পাদক মুফতি শুয়াইব আহসান প্রমুখ।  

 আলোচনা সভায় বক্তারা বলেন, নেতা নয় নীতির পরিবর্তন চাই।  বাংলাদেশ ৮৫ ভাগ মুসলমানের দেশ । এখানে কোরআনের আইন প্রতিষ্ঠা করে ইসলামী রাষ্ট্র গঠন করতে হবে।  এছাড়াও চাঁদাবাজ, দুর্নীতিবাজ  মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

আলোচনা সভার পর নাশিদ সন্ধায় ইসলামী সংগীত পরিবেশন করেছে কলরব শিল্পীগোষ্ঠী,  অনিবার্য সাংস্কৃতিক ফোরাম সীমান্ত সাংস্কৃতিক সংসদ সহ বেশ কয়েকটি ইসলামি সাংস্কৃতিক দল।

Previous Post Next Post