নিজস্ব প্রতিবেদক:
সৎ বাবার বাড়িতে বেড়াতে এসে যুথি নামের এক কিশোরীর রহস্যময় মৃত্যু হয়েছে গত মঙ্গলবার রাত ন’টার দিকে । ঘটনাটি ঘটেছে দেওয়ানগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কোয়ার্টারে । নিহত তার আসল বাবা বাদল মিয়ার সাথে দেওয়ানগঞ্জ উপজেলার কাউনিয়ারচর এলাকার বিন্দুরচর গ্রামে বসবাস করতো। সে ‘কাউনিয়ার চর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের’ অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ।
কিশোরীর মা সুমি দ্বিতীয় বিয়ে করে মোশারফ হোসেন নামের এক ব্যক্তিকে । তিনি দেওয়াগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অফিস সহায়ক । কলেজের কোয়ার্টারেই তাদের বসবাস । প্রায় তিনমাস আগে সৎ বাবার বাড়িতে বেড়াতে এসেছিলো কিশোরী । গত মঙ্গলবার রাত ন’টার সময় জানালার গ্রিলের সাথে কিশোরীকে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায় তার মা সুমি । সুমি চিৎকার করলে পাশের রুমের ক্রাফট ইন্সট্রাক্টর স্বপন কুমার রায় ছুটে এসে মরদেহ উদ্ধার করেন । এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে কাউকে পাওয়া যায়নি । যুথির সৎ বাবা মোশারফ হোসেন ও মা সুমির সাথে মুঠোফোনে যোগাযোগ করলে যুথির বিষয়ে কথা বলতে রাজি হননি ।
যুথির বাবা বাদল মিয়া বলেন, আমার মেয়ে বেড়াতে গেছে কিন্তু ফাঁস দিয়ে মরবে কেন ? এর পিছনে রহস্য লুকিয়ে আছে। আমি আমার মেয়ের সাথে মরগে আছি । তার সৎ বাবা ও মা পাশে নেই । সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই ।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান বলেন, বাসার জানালার গ্রিলের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে মর্মে প্রাথমিকভাবে জানা যায়। রহস্য উদঘাটনে লাশ ময়না তদন্তের জন্য জামালপুর মর্গে প্রেরণ করা হয়েছে ।