জুলাই আন্দোলনের ফসল এখনো দেশবাসীর ঘরে ওঠেনি - নাজমুল হক সাঈদী ।। জাতির কণ্ঠ



মো.আবুসাঈদ গালিব, দেওয়ানগঞ্জ (জামালপুর):

২০২৪ এর ছাত্রজনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের মানবতা বিরোধী  জুলুমের শিকার হয়ে প্রায় দুই হাজার শহীদ হয়েছেন  । হাজার হাজার ছাত্রজনতার পঙ্গুত্ব ও নানাবিধ ত্যাগের ফলে ৩৬ জুলাই (০৫ আগষ্ট) ফ্যাসিস্ট হাসিনার পলায়নের পর ড. মোহাম্মদ  ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার  এক বছর পার করলেও  বাংলাদেশের  মজলুম জনতা এখনো জুলাই আন্দোলনের ফসল ঘরে তোলতে পারেনি। আজ বাংলাদেশ জামায়াতে ইসলাম দেওয়ানগঞ্জ উপজেলা শাখার আয়োজনে গণ মিছিল শেষে বক্তব্যকালে তিনি এ কথা বলেন । সরকার নিত্য প্রয়োজনীয় পন্য সামগ্রীর মুল্য মোটামুটি নিয়ন্ত্রণে রাখতে এবং প্রতিবেশী  ভারতের অসহযোগিতার পরও এক বছরে  বিদ্যুতের মুল্য বৃদ্ধি না করেও বিদ্যুৎ সরবরাহ  স্বাভাবিক রাখা ও তুলনামূলক উন্নয়ন ঘটাতে সক্ষম হলেও জুলাইয়ের আন্দোলনে  ছাত্রজনতার আশা আকাঙ্খা পুরনে ব্যর্থ হয়েছে।  এখনো রাষ্ট্রের মৌলিক সংস্কার না করে পুরাতন  বন্দোবস্ত পুনরায় চালুর অপচেষ্টা এবং শেখ হাসিনা সহ তার দোসরদের এখনো বিচার সম্পন্ন  না হওয়ায় দেশবাসী আশাহত হয়ে পড়েছে। জুলাই আন্দোলনে ছাত্রজনতা ও দেশপ্রেমিক শক্তির যে ঐতিহাসিক ঐক্য গড়ে ওঠেছিল মহল বিশেষের অবমৃশ্যকারিতা ও অসহযোগিতায় এবং আওয়ামী ভারতীয় চক্রান্তে আজ তা বিপন্ন হতে চলেছে। ফ্যাসিবাদের কবর দেয়া এবং ভারতীয় আধিপত্যবাদের অবসান ঘটাতে  জাতিকে আবার ইস্পাতসম ঐক্যবদ্ধ হতে হবে বলে তিনি মন্তব্য করেন।

আজ মঙ্গলবার  জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বকশীগঞ্জ এবং দেওয়ানগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত দু'টি  পৃথক গনমিছিলে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জামালপুর -০১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) সংসদীয় আসনের  সম্ভাব্য এমপি প্রার্থী এডভোকেট মুহাম্মদ নাজমুল হক সাঈদী । 


জুলাই আন্দোলনের স্মৃতি সম্বলিত ব্যানার, ফ্যাষ্টুন, জাতীয় পতাকা ও জামায়াতের নির্বাচনী প্রতীক দাঁড়ি পাল্লা সুসজ্জিত এক বর্নাঢ্য গনমিছিলে শেখ হাসিনা সহ ফ্যাসিবাদীদের বিচার এবং  ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বিভিন্ন  শ্লোগান দেয়া হয়। রাষ্ট্রের প্রয়োজনীয় মৌলিক সংস্কার ও জুলাই ঘোষণাপত্রের আইনী মর্যাদা দান সহ জনদাবি পুরনে দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহবান জানায় দলটির নেতারা । 

সমাবেশে উপস্থিত ছিলেন জামালপুর জেলা জামায়াতের অর্থ বিভাগীয় সেক্রেটারি অধ্যাপক ছামিউল হক ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা  মাহবুবুর রহমান তালুকদার, জেলা জামায়াতের  অন্যতম নেতা অধ্যাপক ছামিউল হক, উপজেলা  জামায়াতের সেক্রেটারি মাওলানা আতিকুর রহমান, হাজী ইসমাইল হোসাইন, শ্রমিক নেতা আশরাফুল আলম রাজু, ও উপজেলা শিবির  সভাপতি সাব্বির হোসাইন প্রমুখ । 

 গনমিছিলটি দেওয়ানগঞ্জ কামিল  মাদরাসা মাঠ থেকে বেড় হয়ে  পৌর শহর  সহ বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ  করে বেলতলী বাজার রেলগেটে  মিলিত হয়। 

Previous Post Next Post