নিজস্ব প্রতিবেদক:
সানন্দবাড়ী
লম্বাপাড়া এলাকায় তর্কের জেরে ইঞ্জিনিয়ার দুলালের বসতবাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা
ঘটেছে। গত
সোমবার (৮ সেপ্টেম্বর)
দিবাগত রাত বারোটার দিকে ।
হামলার
ঘটনায় ইঞ্জিনিয়ার দুলাল বাদী হয়ে দেওয়ানগঞ্জ
মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে
বলা হয়েছে, ইঞ্জিনিয়ার দুলালের ছোট ভাই নয়ন
মিয়া, দূর
সম্পর্কের চাচাতো ভাই সিফাত মিয়ার সাথের বিভিন্ন আলাপ প্রসঙ্গে সানান্দবাড়ী
বাজারে কথা কাটাকাটি করে। ওই
সময় স্থানীয় লোকজন উভয়কে শান্ত করেন। কিন্তু ওই ঘটনার জের
ধরে মো. শহীদের নির্দেশে সেকান্দর, মাইদুল, তসলিম, আশিক, শামীম, রিফাত
সহ কয়েকজন রাত ১২টায় হামলা চালিয়ে বাড়ি ভাঙচুর ও মালামাল লুটপাট
করা করে।
হামলায়
পাঁচ জন আহত হয়।
আহতরা মো. ফুল মিয়া, মোছা. রহিমা বেগম, মোছা. সুমি খাতুন, মো. নয়ন মিয়া, মোছা. জরিনা বেগম। আহতদের দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। ফুল মিয়া ও রহিমা বেগম'কে উন্নত চিকিৎসার
জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে ।
দেওয়ানগঞ্জ
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো.
আনোয়ার হোসেন বলেন, এ বিষয়ে একটি
লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।