দেওয়ানগঞ্জে বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা কর্মশালা অনুষ্ঠিত ।। জাতির কণ্ঠ



 নিজস্ব প্রতিবেদক:

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রভাতি প্রকল্পের কর্মসূচি  বিশেষস্থানীয় জনগোষ্ঠীর জন্য বন্যার আগাম সতর্কতা ঝুঁকি ব্যবস্থাপনায় সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা  অনুষ্ঠিত হয়েছে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে গতকাল শুক্রবার কর্মশালাটির আয়োজন করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস

কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাউর রহমান এসময় আরো উপস্থিত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. খবিরুজ্জামান খাঁন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জান্নাতুল ফেরদৌস, জেলা পনি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, বিভিন্ন এনজিও প্রতিনিধিদেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. শামছুল হুদা প্রমুখ এছাড়াও উপস্থিত ছিলেন প্রকল্পের প্রশিক্ষকবৃন্দ প্রশিক্ষণার্থীরা উপজেলার চিকাজানিচুকাইবাড়ী বাহাদুরাবাদ ইউনিয়ন হতে আগত

কর্মশালায় দুর্যোগকালীন প্রভাব এবং প্রতিকার নিয়ে বিষদ আলোচনা হয় তন্মধ্যে  সামাজিক পরিবেশগত বিরূপ প্রভাব বা ক্ষয়ক্ষতি, অর্থনৈতিক ক্ষয়ক্ষতি, সাড়াদানের সক্ষমতার ক্ষয়ক্ষতি, পূর্বাভাস/আগাম সতর্কবার্তা সংক্রান্ত তথ্য প্রাপ্তি, বজ্রপাত হতে সতর্কতা বিষয়গুলো প্রাধান্য পেয়েছে।

Previous Post Next Post